রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

সপ্নঘোর

স্বপ্নকন্যা!
শুধু সপ্নঘোরেই কেন এতো ভালবাস?
সপ্ন দেখাও?

কল্পনার কপাট ভেঙ্গে এবার বাইরে অাসো।
অলীক হতে অালোক হও
অালোকে অালকিত করো অামায়
ছুয়ে যাও অামায়।

অনেক হয়েছে, বাস্তবে অাসো
চলো কল্পবাস্তবে লুটোপুটি করি।

এক পরসা লজ্জা লাল চেহারা
এক অাদলি নীলাভ সংকোচের মায়াজাল
এক মুঠো শুভ্র স্নাত হাসি
অার এক পলক হরনকরা খুনি চাহনিতে
কর্ণকুহরে ওষ্ঠ রেখে ফিসফিসিয়ে তিনবার বলো-


এক) অামি তোমাকে ভালবাসি!
দুই) অামি তোমাকে ভালবাসি!
তিন) অামি তোমাকে ভালবাসি!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...