মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

অামার রং


অাজ অামি সুখী
সুখের রং অাকাশী
অাসমান অাকাশী!

অাজ অামি ধন্য
ধন্যের রং লাল
লজ্জামাখা লাল!

অাজ অামি তৃপ্ত
তৃপ্তের রং হলুদ
বাসন্তী হলুদ  !

অাজ অামি অর্ঘ্য
অর্ঘ্যের  রং লোহিত!
 রক্তজবা লোহিত!

অাজ অামি তুষ্ট
তুষ্টের রং নীল
 হিমাদ্রী নীল!

অাজ অামি অমূল্য
অমূল্যের রং সোনালী।
সূর্য সোনালী!

অাজ অামি রঙ্গ
রঙ্গের নাম বাদামি।
গোধূলি বাদামি!

অাজ অামি হাস্য
হাসির রং সাদা
সফেদ হিম!

অাজ অামি নন্দন
নন্দনের রং সবুজ
কলাপাতা সবুজ!

অাজ অামি মুগ্ধ
মুগ্ধের রং বেগুনি
ময়ুরাঙ্খি  বেগুনি!

অাজ অামি সুন্দর
সুন্দেরের রং কমলা।
কমলা হৈমন্তি!

অাজ অামি উজ্বল
উজ্বালের রং রক্তিম।
রক্ত কমল!

অাজ অামি সপ্নীল
সপ্নের  রং সিদুর।
সিথীর সিদুর!

অাজ অামি সুবাস
সুবাসের রং গোলাপী।
তপ্ত গোলাপী!

অাজ অামি চিত্র
চিত্রের রং জলরং।
জলপাই জলরং!

অাজ অামি প্রেমিক
প্রেমের রঙ খয়েরি।
লালচে খয়েরি!

অাজ অামি পিয়াসী
পিয়াসের রং কালো
ভ্রমর কৃষ্ণ!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...