রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অাসল/অভিনয়

যে মানুষটির বাইরে কঠিন মোড়কের
অভিব্যক্তি প্রকাশ পায়,
প্রকৃতপক্ষে তারাই পৃথিবীতে
নরম প্রকৃতির মানব।

যে মানুষটি বাইরে সুখী থাকার ভাব দেখায়,
মূলত তারাই জীবনে বেশী অশ্রু ঝরায়।

মানুষ বড়ো অাজীব একটি জন্তুু!

বাইরে দেখে ভিতরের অাসল মানুষকে চেনা সহজ নয়।
দৈবক্রমে কেউ চিনলেই সম্পর্কের বৈপরিত্য শুরু।


দৈবক্রমে বলাটা অাসলে ঠিক হলো না-

মানুষ চেনা দুনিয়ারর সবচেয়ে কঠিনতম কাজ।


প্রকৃতপক্ষে এর জন্য উচ্চ মস্তিষ্কপ্রসূত
অনুভতিপ্রবণ হৃদয় থাকা চাই।
অবশ্য এরূপ শ্রেনীর প্রাণী প্রায় নগন্য।
অভিনয় গুলোই বাস্তব হিসেবে ধরা দেয়।


এজন্য বলা যায়-

পৃথিবীতে কোন মানুষই বাস্তবাদী নয়, 
অভিনয়ের নামান্তর!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...