রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ভালবাসার গল্প

সখি মনেজাগে কি অতীতের কথা?
চুপিসারে তোমাকে দেখা
তোমাতে বসচা করা।

তোমারি অন্দরে, কাছেপিঠে অাসিতে কত তপস্যা;
ভয়-শঙ্খা-অাবেগে সত্য-কল্পিত গদ্যপদ্যে রচনাবলী লেখা।

প্রিয়সখার সহিত সুখের ভেলায় অাকাশ পাড়ি দেয়া,
মহাশূন্যে উড়াউড়ি ভুলে মাটির কথা।

নির্বোধ অামি, বেকুব অামি
সখির সাথে বিবাদ!
মৃত্তিকাতে বসবাসে, নাহি চিনি গো তাহাকে
মৃত্তিকাতেই অপবাদ!

অজ্ঞতায় রয়েছি তিমিরপুঞ্জে
থাকতে পাশে দীপশিখা।
দিকভ্রান্ত একা,
মিথ্যায় বসবাস অার নিজের সাথেই ধোকা।

ও ভালবাসা!
জানোকি অামি প্রকৃতই অনেক বোকা!

এই বোকা অার নির্বোধ অাজ সাহসিক মনেউঠা কম্পিত কণ্ঠে বলে- "অামাকে একটু ভালবাসতে পারবা!"

কালক্ষেপনে, প্রিয়তমার অশ্রসিক্ত বার্তাসুধা-
"অামি তোমাকে ভালবাসি।
গাধা, না পারলে খুজে বের করতাম অাড়াই বছর পর!"

বিস্ময়কর অনুভুতি অার অমোঘ সুখানান্দে
ধরিত্রী সর্বোচ্চ এই সুখী গাধার ফিরতি বার্তা -

"মাফ করে দাও অামায়
অামি অার কোনদিন ছেড়ে যাবোনা।
অামার ভালবাসার অশ্রু দিলাম, যতনে রেখ, অাগলে রেখ সারাজীবন!"

এইতো প্রিয়তা, তবে ভালবাসার গল্প শুরু!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...