রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

সাধ্য কই?

দিবাকর নই,
তারও সহস্রকোটি মাইল দূরের তারকা অামি।

অস্ত যাওয়াই চিরন্তন ধর্ম,
উদয়ের সম্ভবনা ক্ষীণ।

শুক্লপক্ষ নহে,  কৃষ্ণপক্ষে অামার বসবাস।

কালভেদ্রে মাঝ নিশিতে শুধু দেখা মেলে।
অাবার প্রভাতের অাগেই মিলাই অদৃশ্যে।
এক অাজলা অালোকরশ্মি হয়ে তোমার কপাল ছুবো- সে সাধ্য কই?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...