রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

প্রতিজ্ঞা

সপ্ন সারথি,
হতে পারি অামি তোর মস্ত ভুল-
তীব্র দহনের কারন।

বিশ্বাস করিস মনের মাঝে-

একটু ঠাই দিস তোর চোঁখের কোনে,
ভুল থেকে অামি হবো শ্বাশত।


যদি হই দহনের কারন-
প্রশান্তিও অামি হবো নিশ্চিত।


স্বপ্নময়ী রানী
হতে পারি আমি তো বেখেয়ালের অনুশোচনা
অতৃপ্তির সুখের পেয়েলা।

যাস না ছেড়ে দূরে
ঠাই দিস তো মনের মাঝে
অনুশোচনা থেকে আমি হবো আশির্বাদ।

যদি তো অতৃপ্তির কারন আমি হই
তৃপ্তি ও আমি হব নিশ্চিত।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...