রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

-পাণী প্রার্থনা-


মিনতিপূর্ণ ব্যকুলতা
অনুগ্রহপূর্বক অাকুলতা
অার্শীবাদপুষ্ঠ প্রার্থনা প্রিয়তা তোমাতে।

সহায় করো অসহায়তায়
মুক্তো করো শৃঙ্খলতায়
সুস্থ করো অসুস্থতায়
সহচর হও একাকিত্বতায়।


এক মুঠো সুখ চাই
এক সপ্ন প্রিয়মুখ চাই!

এক শ্রুভ্র প্রভাত চাই
এক শীতল বায়ুপ্রাণ চাই!

এক নীল অাকাশ চাই
এক লাল গোধূলী চাই!

পুনঃ পুনঃ বলতে চাই
অামাকে একটু ভালবাসতে পারবা!

ও প্রিয়তমা!
দৃষ্টিভ্রমে অবুঝ নাহি যেন হও
বিনিবিচারে মিথ্যা নাহি ভাবো।

দ্ধিধামস্তিষ্কে দৃষ্টিকটু করোনা অামায়
বাজারগপ্পে নাহি ভাবো অামি নকল।

সময়রেখার সব ভুল অাজি তুমি বিনে
অাবার কালযাপনের সব সঠিকতা তোমার কারনে।

ক্ষণেক্ষণে মরিগো সখী গরলের মরণলোভী সাধে
পূর্নজন্ম বারংবার অমিয়ের পিয়াসী খেয়ালে।

প্রিয়া তুমি গরল-অমিয়- সর্বাকারে বেশ
অনবরত জন্মি-মরি নাহি মোর ক্লেশ।

অাত্মস্বীকার, মস্ত ভুল করেছি সখি
কষ্টেসৃষ্টে পূর্ণবিষাদে ভাসাই প্রিয়াকে
'অমার্জনীয় অপরাধ'!

প্রিয়তমা বধূ, অামার মহিয়ষী নারী,
চোখের তাঁরা, একমাত্র মনিহার, ইস্ক অগাধ।

তব বিহনে অামাতে ছিনু দিশেহারা,
রাঙ্গা বউকে হারালে হবো অাবার দিশেহারা।

অামার মহারানী!
দয়া করো অামতে!
অার একটিবার মাত্র ক্ষমা করো।

কথা দিচ্ছি- 
ছাড়বো না অার কখোনো, যাবোনা কখোনো।
শুধু ভালবাসবো জীবনের লাগি।

এই নাও করলাম তিন সত্যি!
এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি;
অামি তোমাকে ভালবাসি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...