রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

কীর্তন

রক্তপ রং, অাচারে ঢং,
অভিব্যক্তি সং, বচনে ভং।

পিরিতে নাব্য, ওষ্ঠে হাস্য
হৃদয়ে কাব্য, সুকণ্ঠি শ্রাব্য।


সুখ অনন্ত, বিরাজ বসন্ত
প্রেম অাগন্ত, তৃপ্তি প্রশান্ত।

ভবিষ্য সপ্নময়, সঙ্গ অাবেগময়,
জীবন গদ্যময়, বিবাদ ছন্দময়।

তুমিতে শ্রবণ, ছোয়াছে প্রবণ,
অস্থির পরিস্রাবণ, বিরহে মরণ।

রূপে অলংকার, নুপুরে ঝংকার,
মনে সংকার, গৌরবে অহংকার।

বেনী সর্পীল, চলন উর্মিল
রাগ বর্মীল, প্রেম বর্ণিল।

হলুদ বসন্তী, কোকিল প্রিয়ন্তি,
বর্ষা ভ্রান্তি, বাহার অন্তি।

ব্যবহার ভদ্র, সাধনে অভ্র,
শীতল শুভ্র, শরতে ভাদ্র।

বিশালে নিলাদ্রী, শীতলে হিমাদ্রী,
ধর্মে পাদ্রী, ভরণে অদ্রি।

লক্ষ্য অবিচল, প্রতিদান প্রবল,
পবিত্র সকাল, পিয়াসী বিকাল।

দেহে সুঘ্রাণ, নবান্নে অঘ্রাহয়ণ
যাতনে পরিভ্রমণ, বাতায়নে প্রবাহণ।

ভালবাসা চক্রাকার, তুমিতে বাজিকর
বচনে অঙ্গিকার, গুনে সুপ্রকার।

সাকারে অার্তি, নিরাকারে ভক্তি,
বাস্তবিক প্রশান্তি, কল্পনায় সত্যি।

প্রিয়তমা! প্রিয়া! প্রেমী!
ভালবাসা! ভালবাসো! ভালবাসি!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...