রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

বীণাপানিতে লহর

বন্ধু!
তব বিহনে পূর্ণিমাতিথি অাড়ি দিয়েছ অামায়
রেখছে অমাবশ্যায়।

ভালবাসা এত্তোদিন কোথায় ছিলে?
মিথ্যার বসবাসে তোমাকে ভুলিতে-
ভালবাসতে করেছিগো ভুল, শ্বাশত ভুল।

সুখের নুড়ি কুড়াবার লাগি-
হয়েছি বেদুইন,
ভুলের মরীচিমায়ায় হারিয়েছি,
দুঃখের সাথে বসবাসে হয়েছি নিঃস্ব।

ওহে প্রিয়তম!
অামি ক্লান্ত তোমারে খুজিতে,
ভ্রান্ত তুমি বিনে,
ভিকারি তোমার প্রেমে।

এই ফিরে অায়,
একবার বল ভালবাসিস অামায়।

কথা দিচ্ছি-
এক পসলা বৃষ্টি হয়ে অাসবো তোর মনের অাঙ্গিনায়!

ধুয়ে দেবো সব ক্লেশ
সপ্ন দেখাবো তোকে,
সব পদ্মমণি তোর হাতে দিব
যতোগুলাই চাস।

একফালি ভালবাসা,
একটুকরো সবুজ,
বীণাপানিতে লহর
অার এক কোটিবার জিকির করবো তোর নামে!

"তুই অামার প্রেমরাগীণী, তোকে ভালবাসি"।

চল অাজ থেকেই, সপ্নের বাসর সাজাই।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...