রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অলিক

অলখ্যই অলিক আমার
লক্ষ্যভেদে নিরন্তর দুর্বিনীত হাঁসফাঁস।

জীবনান্ত ছুটে চলা
পরিক্রমকালের অাবর্তে।

অলব্ধকীর্তির লাগি ছুটছি আমি দুরান্ত,
দিনে দিনে হচ্ছি শ্রেয়

অধিক পরিনত।

তবুও যতই অতীতকে জিঙ্গাসি
মুচকি হেসে ও বলে :

"হে বর্তমান, তোমার চেয়ে আমিই অনেক সুখী।"

আসলেই কি বর্তমান অসুখী?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...