মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

-: উপসর্গ :-


ভালবাসার স্বরধ্বনি অাজ ব্যাঞ্জণে রুপান্তর।
অমীত ভাবসম্প্রসারন  সারাংশে অাবদ্ধ
প্রেমের অনুচ্ছেদ এক কথায় প্রকাশে লিপিবদ্ধ।

ছুয়ে দেয়ার অাকাংখা বিনাসে রুপান্তর
কাছে অাসার অাসত্তি হয়েছে সুদুরপরাহত।

সর্ম্পকের মায়াজালে যোগ্যতার প্রভাব।
বাহুল্যসূত্রে মনের মিলনে অসমীকরণ।
সাধু ভালবাসার কথামালায় গুরুচন্ডালীর দুষ্টকরন।

প্রতিজ্ঞা সম্প্রদানে শর্ত প্রয়োগে বহুব্রীহিতে রুপান্তর।
তোমাকে অধিকারনে অপাদানের খবরদারি।
 কর্তার উপর কর্মের বাহাদুরি।

অামাদের সমাসবদ্ধতায় দন্দের হস্তক্ষেপ,
সরল ভালবাসায় জটিল বাক্যতত্ত্ব প্রয়োগ।

স্বরসন্ধির কর্মফল অবিশ্বাস্যভাবে বিসর্গ সন্ধিতে বিশ্লেষণ,
তোমার চোখে উত্তম পুরুষ হতে নাম পুরুষে  অধঃপতন।

স্বামী-স্ত্রীর মিলনমালায় উভয় লিঙ্গের নির্লজ্জতা,
তোমায় ডাকা ক্রিয়াবিশেষণ সমূহকে সর্বনামে ব্যাখ্যা।

যৌগিক ধাতু প্ররোচনায় মৌলিক ভালবাসার হাহাকার,
অপ্রত্যাশিত অনুসর্গ পিরিতের স্বকীয়তা বিলুপ্ত ।

খাটি বাংলার ভালবাসাতে পারিভাষিক শব্দের অাখ্যান।
এই তো উপসর্গ বিরজমান অামাদের ভালবাসায়।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...