রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

কোনটা তুমি?

সর্বশ্রেষ্ঠা তমা অামার!

ভূধরের কণ্টকশয্যায় তুমিই একমাত্র সুখের উদযাপন,
অাবার উহারই সরাইখানায় হাহাকারের অার্তনাদ।

যাতনাতে তুৃমি, হরিশে তুমিগো প্রিয়া।

সৃষ্টি সুখে তুমি কল্যাণময়ী,
অাবার প্রলয়ে ধ্বংসের প্রতিমুর্তি।

সুধাই, অভাগা প্রেমিকের জন্য কোনটা তুমি?
বলবে কি চুপিচুপি?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...