রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

বৃষ্টিপ্রেমী

মন অাষাঢ়ে বাণ ডেকেছে
সকল মানব বিরহী দেহে!
প্রকৃতিঘটিত বিরহ পতন
সাক্ষী মেঘমালা অশ্রুজলে।

ক্রন্ধন জলধারায় কলঙ্কের নাশ
প্রিয়ের চিবুকে রেখে হাত।
অাবার সজীব হোক ধরণীতল
সকল ময়লা ধুয়ে যাক।


বৃষ্টিপ্রেমী,হৃদয় দিয়েছি  
বৃষ্টিসখী, জীবন সপেছি।
জলকন্যা, জল ছুয়েছি
পবিত্র করো অামায়।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...