রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ক্রন্দনের কর্তা

অভিশম্পৎ এ অভিংশন করো নাকো প্রিয়সখা,
সহিষ্ণু দহনে অাত্মজ অনুশোচানায় রেখো মোরে।

মনমোহিনী তুমি অামার রানী
 বিদ্বূষী নারী
সজ্ঞানের পেয়ালা দাও
নিঃসন্দেহে ভাসি।


ধিক সন্দেহ, ধিক অবিশ্বাস
যাতনায় তব হৃদয়
অামি যে বরবাদ।

এ যে প্রিয়মুখ!
ভালবাসি তাইতো এত সন্দেহ।
অাচমকা দুরুদুরু
এই বুঝি হারালো!

ভালবাসি বলেই সখি সন্দেহ করেই যাব;
অাশিস-ভৎসনা যতই দাও
অমিয়-গরল যাহা পিয়াও
মাথা পেতে নিবো।

রাগাভিনয় অার নয় প্রিয়
মিথ্যাভয় অার নয়।
হ্যা অামি শিকারি
তুমি অামার শিকার মানবী।

প্রিয় সুন্দর!
তোমাতে শিকার
নিপিরনে অামার অাজন্ম সাধনা,
মৃদু থেকে মৃদুতর অাঘাত
অার অল্প বিস্তর ব্যথায় তোমারি অারাধনা।

ক্রান্তিকোণে সুখের যাতনায়-
চরম ক্রন্দন ছলছল।

ওহে মহিয়ষী নারী!
অামি তোমার নারীত্বের শিকারী
অনবরত চরম ক্রন্দনের কর্তা।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...