রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ছোট গল্পটি

অালোর পাখি অাজ যেন অন্ধকারের,
অচেনা পৃথিবীর পানে পাখা মেলেছে-
চীরজীবনের জন্য।

বহুদূর চলে যাচ্ছে
তারপরও মনে হচ্ছে
পাশে অাছে ছায়ার মতন।
চাইলেই যেন তাকে দেখতে পাওয়া যায়।

অামি প্রতি রাতে চেয়ে থাকবো
তার অাকাশ পানে,
অামি নিশ্চিত তার হাসি তখনো
অাকাশে ছড়িয়ে থাকবে তাঁরায় তাঁরায়।

তার ডানা ঝাপটানোয় জোসনা মুছে যাবে।
ছায়া পড়বে ধুলো মাটিতে,
ডানার ছায়াতলে গিয়ে দাড়াবো

গায়ে মাখবো ছায়ােবস্টিত ধূলোমাটি,
তার স্পর্শেন্দ্রিয় মিলনে পূর্ণতা পাবে ছোট গল্পটি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...