মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

স্বাগতসম্ভাষণ

শূন্যতায় প্রেম বিরহ বাসর, নির্জনতায় সুপ্ত কোলাহল
অাধারের অতলে প্রদীপ নিখোজ, অতোন্দ্রিয় ধরাতলে কষ্টজল।

অবগাহনে কলঙ্কের অবিনাশ, সুধায় তৃষ্ণার অতৃপ্তি
অন্তরঅাত্মায় বিস্তৃত অর্নিবান, অস্থিরতায় হৃদয়ের অাহুতি।

রক্তকনিকায় হিম কান্না, স্নায়ু কোণে অনিষ্ট অসুখের স্পন্দন
দূরারোগ্যে পিষ্ঠ পিরিতি মরন, ইষ্ট দেহে প্রতিস্থাপন।

অাগুন্তুুক প্রেমের অাত্মচিৎকার, অাত্মায় পরে ভারী

প্রণয় প্রলয়ে কপ্মিত দেহ, নিদারুন হাহাকারে মরি।

হৃদয় যন্ত্রের বিচ্ছেদের সুর, অালোকের নির্মম লুকোচুরি
নীল ব্যাথায় কালো কষ্ট, সাঙ্গ জীবন তরি।

মেকি হাস্যে গরল জ্বালা, অশ্রু ঝরনার প্ররিশ্রাবন
ব্যকুলতায় চিন্তার বিলোপ, মস্তিস্কের নিরব অাত্মহনন।

প্রেমদেবীর নিষ্ঠুর কষাঘাত,  অাত্মজ অনলে অঙ্গার
সুহাস্য বদনে নকল বহিঢংয়ে,  বিচ্ছেদে অভিনয়ের প্রসার।

জীর্ন অবয়ের বিনাশ সম্পন্ন, নাহি অার কিছু বাকি,
প্রেম দেবীর বিদায় লগ্ন, নব্য দেহের লাগি।

হে দেবী!
তোমাতে মৃত্যু, তবু অাসবো ফিরে তোমায় লাগি,
বারংবার জন্ম বিরহ সইতে এ অামার নিয়তি।

হে দেবী!
নবদিনের নবযাত্রা, শুপ্রভাত, স্বাগত,
শপথ তোমার নামে, নবজন্মে অাসিবো প্রিয়তম।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...