রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

নেশা


নেশাটা 'দৈহিক ও মানসিক', একই উদরের নবজাতক।
নেশার তীব্রতায় পশুতে রুপান্তরিত হয় মানুষ।

প্রচন্ড ক্ষুধার্ত পিপাসী জন্তুজানোয়ারে মতো!

নিউরোনের ডান সেলগুলো বলে বস্তুটি নিষিদ্ধ-
মানসিক বিকৃতি, দূরে থাকো।

অার বাম সেলগুলো বলে-
স্থিতিশীলতার জন্য স্বাদ গ্রহণ অবশম্ভাবী,
যদি বাঁচতে চাও তো গ্রহণ করো।

কোনটা শ্রেয়?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...