মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

অার্শীবাদ

বৃষ্টি হও, ঝরনা হও
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

ফুল হও, সুবাস ছড়াও
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

নদী হও, স্রোত হও
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।।

সপ্ন হও, সত্যি হও
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

অাকাশ হও, সীমাহীন হও,
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

হাসি হও, পুলক হও,
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

সূর্য হও, অালো ছড়াও,

শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

চাঁদ হও, জোসনা ছড়াও,
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

প্রভাত হও, শুভ্রতা ছড়াও,
শুধূ বেড়ে ওঠো, শুধূ বেড়ে।

বড় হও, দীর্ঘ হও,
শুধূ বেড়ে ওঠো, শুধূ বেড়ে।

সবুজ হও, চীর সবুজ,
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

শীতল হও, শীতল চাহনী,
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

উষ্ণ হও, উষ্ণতা ছড়াও,
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

প্রেমী হও, প্রেম ছড়াও,
শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...