বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

অশীররী অাত্মা

নিশুতি রাতের মায়াবী অাচ্ছন্নে নিস্তব্ধ মানবকুল,
নির্জন কুঠিরে একলা অামি রাত্রীযাপনে মস্ত ভুল।

ভোরহীন নিশীথের ধূষর মেঘের ব্যাপ্তিতে সন্ত্রস্ত সকল প্রাণ,
রাত্রি অাজ হারিয়েছে অতলে, অালোক রশ্মির নিরব অঙ্গান।

মধ্যরাতের অশীররী অাত্মার বিদীর্ণ কুৎসিত চেহারা,
জ্বীন ভুত অার পৈচাশিক অানাগোনায় ভয়ে হলো সারা।

চোখের সম্মুখে পরীর কীর্তন অার কাধে জ্বীনের ভর,
বালিশের ওপাশে পিচাশ ঘুমায় বিশ্রী তার স্বর।

ভুতের দেহে রক্তাক্ত অাস্তিন, সহস্র মাথার খুলি,
এই হতভাগার মস্তক অাজ নিবে ছিরে, পরিয়েছে পায়ে বেড়ি।

মনকে এখন বস করেছে জারজ অাত্মার ছায়া,
যাদুটোনার শয়তানপিনায় বিবেককে করেছে ভোতা।

সবুজ চোখে অসুর দেহে বিধ্বংসীর অবতার,
এই বুজি অাজ প্রাণ নিয়ে নিবে সাঙ্গ করে সংসার।

সংসারলীলায় অাটকা পড়েছি মায়ায় পড়েছি বাধা,
পালিয়ে ফিরছি এদিক ওদিক ভয়ংকর ওদের ছায়া।

সাহায্যার্থে অাত্মচিৎকার করি, কেহ করো মোরে উদ্ধার,
সকলই ঘুমে বিভোর, মানব মন অনেক স্বার্থপর।

কুল নাই কিনার নাই, নাই কোন বিপদের বন্ধূ,
অবশেষে অসহায় পানে পাণীপ্রার্থনা তোমার প্রভু।

'লাইলাহা ইল্লাহ্' জপিতে জপিতে তাহার প্রার্থনায় সপি,
তিনি সর্বময়, তিনিই সর্বশক্তিমান, সবার কল্যাণকর জগতপতি।

হে খোদা, এই পাপী বান্দা কাটিয়েছি নেশাঘোরে,
কবুল করেন অামায় এবার অাপনার দরবারে (অামিন)।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...