বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

মূল্যায়ন

পূর্ণিমা অাজ তুমি অামার
তোমায় অামি ইচ্ছেমত গায়ে মাখবো
অামার অমানিশায় অালো ছড়াবো
লুটে নিব তোমায়, ভৎসনা যতোই করো।

তাই ভেবে দেখ অার একবার-
অামাকে জোসনা পোহাতে দিবে নাকি অন্ধকারে ঠেলবে?

বসন্ত অাজ তুমি অামার অধিকারে
কাচের বাক্সে বন্দি করবো তোমায়
শীতের মাঝেও অামি তোমায় উপভোগ করবো
নতুব ঋতুর জন্ম দিব, ধিক যতই দাও।

তাই ভেবে দেখ অার একবার-
শীতের চাদরে বসন্ত হয়ে থাকবে নাকি অন্য মেরুতে উদয় হবে?

বৃষ্টি তুমি অাজ অামার দাসি
ইচ্ছে মত তোমার পতন ঘটাবো
বেখেয়ালী প্লাবন অানবো শত্রুকে মরুকরে
বন্দী থাকবে শুষ্ক জলবায়ুতে, অভিশাপ যতই দাও

তাই ভেবে দেখ অার একবার-
প্রাণহীন শুষ্কতায় বৃষ্টি হবে নাকি শ্রাবণে চলে যাবে?

নীলাকাশ তুমি অাজ অামার অধীনস্ত
অামার হৃদয়ে ছাদ হয়ে রাখবো তোমায় অাজীবন
নিষ্ঠুর গরাদে ঠেলে দিয়ে, গোলামী বেড়ি পায়ে পরিয়ে
শুধূ অামার অাকশেই রাখবো তোমায়, দুয়ো যতই দাও।

তাই ভেবে দেখ অার একবার- 
মেঘহীন অাকাশে সপ্নীল হবে নাকি অন্যের ছায়া হবে?

প্রিয়তম সখা,
যতটুকু ভালবাসো ততোখানি ঘৃনাও করো,
অামার উদারতা, অহমিকা সবকিছু তোমাকে ঘিরে।
মুল্যায়ন করো অামায়- 
প্রেমে ভাসাও অথবা বিরহের অনল দাও।
সবকিছুতেই অামি  সন্তুষ্ট।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...