মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

পাপীর অার্তনাদ

মহাকালের অাবর্তনে দিনগুলি যায় বেড়ে,
কালের পরিক্রমায় অামার অায়ু যায় কমে।

কতোটা বেখেয়ালী, অাত্মচিন্তায় বিভোর,

ভুলকে পেতে সত্যকে বিসর্জন অার নগদ চাহিবার ঘোর।

সঞ্চয়ে, পুজিতে মোর ছিলনাতো মোহ, ভাবিনি হাসরের নাজরানা,

মহাকালের ছেদনে সদ্য অভিযাত্রী, সাঙ্গা হলো সারা।

অনন্তের যাত্রী হয়ে শুন্য হতে সঙ্গাহীন পথে,
হতভাগ্য অামি, নিঃস্ব-মিসকিন,  রসদ নাহি অার পথ চলিতে।

হায় খোদা! হায় রহমান! হায় রহিম! বুঝিতে তোমায় ভুল,

তাই অাজ শুধিতে হবে সকল ভুলের মাসুল।

মিজানে অামার রয় নাহি প্রাণ অার হায় একি করি, 

পূণ্য অামার অতি নগন্য, পাপের  পাল্লা ভারি।

গন্তব্য অামার হয়েছে নিশ্চিত ঠিকানা জাহান্নাম,

অাফসোস হায় বরন করিতে নরক অগ্নির অাস্বাদন।

অর্থ সুখের মোহ ও লোভে ধরাকে করেছি সরা,

ইহাকাল নয় পরকালই সর্বময় বুঝেনি এ ব্যাটা।

মাথা ঠুকি, চুল ছিড়ি অার অার্তনাদের চিৎকার,
হায় নাফসি, হায় নাফসি, হায় উম্মত শুধরাও
জাহান্নাম বড়ো ভয়ংকর।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...