বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

প্রশ্নমালার গদ্যপদ্য

মেঘমাল্যধারিণী অাকাশ তুমি কাহার কথা ভাবো?
বৃষ্টিপ্রেমী বায়ু তুমি কোন কোণেতে ভাসো? 

রাতজাগা পাখি তুৃমি কার নামে ডাকো?
প্রভাত রাঙ্গা ফেরী তুমি কার ছবি আঁকো?

সদ্য বিধবা ষোড়শী মেয়ে তুমি কাকে সপ্ন দেখ?
শরৎ এর ফুলগো তুমি কাহার লাগি ফুটো?

ভোর অাকশের শুকতাঁরা তুমি কার উঠোনে ফুটো?
চন্দ্রিমার পূর্ণিমা তুমি কাকে জোসনা মাখো?

সংসার ত্যাগী বৈরাগী তুমি কার সাধন করো?
শব্দহীন কথা তুমি কাহার কথা বল?

ভাবনাহীন কল্পনা তুমি কাকে কল্প করো?
দিবাস্বপ্নের ঘোর তুমি কাকে মায়া করো?

ছন্দহীন কবি তুমি কোন ছন্দ লিখ?
বর্ণহীন প্রজাপতি তুমি কোন ফুলেতে উড়ো?

পৌষের কাঁথা তুমি কাকে গরম করো?
নিশিতের অাত্মা তুমি কাকে বস্ করো?

রংধূনু তুমি কোন রং কাকে রঙ্গিন করো?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...