বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

অবিশ্বাস


প্রতিটি বাহানা ভালবাসায় প্রশ্নবোধক চিহ্ন,
অকস্মাৎ রূপ পরির্তনে ছলনার উপসর্গ।

তীব্র চাহনিতে ঘৃণা অার অচেনা দৃষ্টি
প্রতিটি সপ্নে কালো ছায়ার হাতছানি।

কালক্ষেপনে নির্মম অভক্তি, সহচরে নির্মম অতুষ্টি,
পুনঃ পুনঃ নিরবতায় সম্পর্কে ঘুনের বিসৃতি।

তোমার বলা প্রতিটি বচনে অসত্যের গন্ধ,স্পর্শে উষ্ণতার লোপ, অাকর্ষণ বিতৃষ্ণায় অাবদ্ধ।

চেনা মুখখানি হঠাৎ অালেয়া, অর্বাচিন অাচরন
দুই অাত্মার বিকর্ষণে বিদীর্ণ বিষাধ মন।


অাজ প্রেমে পূর্নরূপ হতে যোগ্যতা কাঠগড়ায় অার অাসত্তির অভাব 
ইহা কি অামার ব্যর্থতার ফলাফল নাকি তোমার সাফল্যের প্রভাব?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...