শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

অাত্মচরনিকা

পূর্ণচন্দ্র অদৃষ্টপুরুষের অাঘাতে কলঙ্কিত হলে তুৃমি কেন নয়?
নীলকমল কালোভ্রমর শিকার হলে তুমি কেন নয়?

নীলাকাশে কালো  মেঘে ছেয়ে গেলে তুমি কেন নয়?
চকচকে রোদে হঠাৎ বৃষ্টি হলে তুমি কেন নয়?

ঝরঝরে নরম বায়ুতে কালবৈশাখীর হানা হলে তুমি কেন নয়?
ইষাণকোণের সপ্নগুলো অধরা রয়ে গেলে তুমি কেন নয়?

মেঘমেদুরে সফেদ সুখের কণায় হঠাৎ বজ্রপাত হলে তুমি কেন নয়?
মায়াবী চাহনীতে অকস্মাৎ ঝরণার উদয় হলে তুমি কেন নয়?
মিষ্টি হাসির ঝিলিকে কান্নার রোল হলে তুমি কেন নয়?

জন্মদাত্রী ধরনী হঠাৎ বন্ধ্যা হলে  তুমি কেন নয়?
বিরহ বিকাতে ভালবাসার বিসর্জন হলে তুমি কেন নয়?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...