সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

অযোগ্য সন্তান

মাগো তোমার ছেলে অাজ তোমার থেকে কত দূরে
দিব্যি বেশ অাছে।
তুমি এতো করে বল্লে অামায়-
তারপর ও তোমার কোলে ফিরলাম না।

এই জন্য কি তুমি অামাকে মানুষ করেছিলে?
এই জন্যই কি দুনিয়ার সব মায়েরা তার সন্তানকে মানুষ করে?

অামি দুঃখিত মা, 
তোমার সন্তান যোগ্য হতে গিয়ে হতভাগ্য হয়ে ফিরেছে।
মানুষ নই অার কিছুতেই, অামি এখন অমানুষ।

এক মহিয়সি নারীর গর্ভে কালের খেয়ার তাঁর মুখে কালিমা লেপনে অাজ অামি অযোগ্য-

অযোগ্য সন্তান। 

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...