মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

শরৎ চন্দ্র

 শরৎ এর চাঁদমুখ দেখলাম অনেকদিন বাদে,
পূর্নচন্দ্রে বিলের চিকচিক পানির পানে তাকিয়ে।
এই দিনগুলোতে কতো স্মৃতি,  কত সুন্দর সেই মুহূর্ত,
ক্যাসেট ও ভিসিডি প্লেয়ারের গানের সাতে নৌকায় ছুটে চলা।

গ্রাম্য বন্ধুদের সাথে 'পিকনিকের' অায়োজন,
হাসি ঠাট্টা অার খুনসুটিতে অামাদের কাহিনী বর্নন।

জোসনা পোহাতে পোহাতে উদর পূতি,
খেতে হয়েছে বেশ, তাই খুসিতে সুর তুলি।

স্থির  করে ফেলছি,
অাজকের রাত হবে বিলের মাঝে ছাউনি বিহীন নৌকা ভ্রমণ,
শরৎ এর জোসনার অালোয় পূর্ণস্নান।

পুরনো স্মৃতি রোমন্থনে এর চেয়ে ভাল সময় অার কি হতে পারে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...