সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

জলযান

বিসাক্ত কর্কশ অার যান্ত্রিক শব্দপূর্ণ ব্যাপণের তিব্র অাক্রমণ,
শ্রবণেন্দ্রিয়তে প্রচন্ড প্রতিঘাত ও শব্দচূর্ন বিচ্চুরনে নিরবতার ভঙ্গন।

অদ্ভুত সে কণ্ঠশ্বর, খাক ডেকে ভাঙ্গা গলার থ্যাবড়া হাসি,
রাশভারি কন্ঠে তবু অাগমনের বার্তা।

সে নিজে পুড়বে,
একই সাথে শক্তির উৎপত্তি ও বিনাশের সমন্বয়ে তাকে পাড়ি দিতে হবে জলরাশি।

বেটপ অার কৎসিত চেহারার দানবটি দানবীয় ভঙ্গিতে সম্মুখে ধাবমান পদ্মার বুক চিরে।

তাহার উপর দাড়িয়ে অামারা ক-শতক যাত্রী নিড়ে ফেরার অপেক্ষায়।

'জলযান' তোমার তীব্র যান্ত্রিক ভাষা কে ভালবাসি।
তোমার প্রতিটি শব্দপ্রতীকে অাগত সুখের অাখ্যান।
নিড়ের অারো সন্নিকটে।

প্রথমত সালাম তোমায় ও ঈদ মোবারক।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...