শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

চোরাবালি

গোধূলীর বেলায় ডুবন্ত সূরজ দেখতে কার না ভাল লাগে?
তবে তার পরেই নেমে অাসে নিকশ অন্ধকার।

সৈকতের বালুবেলায় খালি পায়ে হাটার চমৎকার  অানন্দ কার না ভাল লাগে?
তবে তার মাঝেই অদৃশ্য চোরাবালি লুকিয়ে থাকে।

গহীন অরন্যে সুনিবির পরিবেশে কার না বাস করে ভাল লাগে?
তবে সেখাই থাকে প্রাণঘাতি অার বিষাক্ত জানোয়ারের অভয়রণ।

প্রেমেতে মজা, মিলনে সুখ, চোখে চোখ রেখে সারাদিন পার করতে কার না ভাল লাগে?
ঠিক তার পরেই বিচ্ছেদ হাতছানি দিয়ে ডাকে।

অপূর্ব যৌবনকাল ধরে রাখতে কার না ভাল লাগে?
তবুও জরা অার বার্ধক্য তাকে অাকরে ধরে।

দীর্ঘ জীবন লাভে ও অনন্তকাল বাচিতে কার না ভাল লাগে?
তথাপি মরণ নামক শ্বাশ্বত ব্যাধী তাকে করাল গ্রাস করে। 

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...