শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

ডিজিটাল ভালবাসা

পরময়েষু প্রিয়তমা,

চিঠিটি লিখবো লিখবো করে অার লেখা হয়ে ওঠে না।
কথা দিয়েছিলাম সত্যিই একদিন তোমায় এক প্রস্থ চিঠি লিখবো,
বিভিন্ন ঢংয়ে লিখবো ভালবাসার কথা।
তা কি অার হলো সখি!

সরকারের ডিজিটাল স্লোগানে ভালবাসাও অাজকাল ডিজিটাল হয়ে গেছে।
ডিজিটাল অাজ প্রেমের ভাষা।

একটি পত্রের জন্য অার মাসের পর মাস অপেক্ষা করতে হয়না।
ভালবাসাও অার ভাবনাতে রুপান্তরিত হয় না।
দিনের পর দিন অার একটি বার কথা  শোনার জন্য অপেক্ষা করতে হয় না।

চাইলেই তোমায় অামি দেখতে পারি, গল্প করতে পারি, ছুতে পারি;
ইহা কি ভালবাসায় উপকারিতা নাকি ভালবাসাকে সস্তায় নামানোর নামান্তর।

তোমাকে অামার ডিজিটালে ভালবাসতে অার ভাললাগে না প্রিয়।
তোমাকে ভালবাসতে চাই অাদম অার হাওয়া এর মতো থেকে মধ্যযুগের অানার কলি অার সেলিমের মত।

ভালবাসি কংক্রিটের দেয়াল কে পিছনে ফেলে,
বৃক্ষের ছায়াতলে অার প্রকৃতির অাচ্ছাদনে।
ইচ্ছে করে তোমায় নিয়ে হারাতে ডিজিটালকে ছেড়ে এনালগে।

যাবে অামার সঙ্গে প্রিয়তমা?
তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম।

ইতি,

তোমার হতভাগ্য



কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...