মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

চাহিবার অসমতা

#চেনার_মাঝে_অচেনা

শ্রাবণের বিবর্ণ আকাশ,
বিসৃত ধূসর মেঘমালা।
পরিবৃত্ত বাত্যার হুঙ্কারে,
আলোকের অন্তঃপুরিতা।

শূন্যগর্ভে ঝিরঝির বর্ষণ,
কাননের ক্রন্দিত কোরাস।
বৃক্ষচারী সকল প্রাণের-
কোঠরে অরক্ষিত বাস।

বৃক্ষতলে পথিকের প্রতিক্ষা-
কখন বর্ষণ থামবে বলে!
অস্থির চিত্তে সে ঠায় দাড়িয়ে-
জলতরঙ্গে কাঁর ছবি ভাসে!

এই বুঝি রোদ ছড়াবে!
আবার হেসে উঠবে প্রকৃতি।
পবন-বর্ষণ থেমে যাবে-
শূন্যে ডানা মিলবে পাখি। 

সবুজ বীথির শুদ্ধ স্নানে
ফুলেরা ছড়াবে ঝিলিক।
বন্য প্রাণের হই হুল্লোরে
উৎসব হবে দিকবিদিক।

এক যুগ পর-
পথিকও হাসবে শতরঙ্গে
বালিকা বধূর মুখটি দেখবে,
বলবে ভালবেসে- 'ভালবাসি'!
বিচ্ছেদের রোজ নামচায়
আর সহস্র অভিমানের গল্পে,
সুখের মিলন হবে- 'অর্হনিশী'!

এক যুগ ধরে-
বিরহী বধূ পথিকের আশায়-
আজো ঠায় বসে!
জালানার বাইরে বৃষ্টি ছোয়,
তাঁকে ছুবে বলে!

বিরহী বধূ বৃষ্টি চায়, অনন্ত বৃষ্টি
চোখের কোণেই বৃষ্টি চায়
যতক্ষণ না সে ঘরে ফিরে!
ওদিকে পথিকের চাইনা বৃষ্টি
তাঁর চাই ঝিলিক মাখা রোদ
তবেই সে পথ পাড়ি দিবে!

রোদ-বৃষ্টি বড্ড গোলক ধাঁধায়!

সহস্র বন্ধুর পথ পাড়ি দিয়ে
সহস্র অচেনা লোকের ভিড়ে-
দুজন দুজনাকে খুঁজে পাওয়া।
তবু চাওয়া পাওয়ার মাঝে-
তাঁরা যেন অনেকটাই অচেনা!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...