সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

বরফ বৃষ্টি

দিগন্তরেখায় নীলিমার অনিশ্চয়তা, অার বর্ণচোরার নির্মম লুকোচুরি;
উত্তাল নীল মহাসাগরটি হিমসাগরে রুপান্তর, পাহাড়ি বহমান ঝরনার নিথর মৃতদেহ। 

বিস্তৃত সবুজ অাজ সফেদ চাদরে মুরিয়ে,
রাত জাগা পাখি গুলো মিলিয়েছ, হারিয়েছে গ্রীষ্ম দেশে।

বাতাসের প্রবাল বেগ অাজ দূরপাল্লায় হারিয়েছে,
গুমোট অাবহাওয়া অার তীব্র কম্পনে দিশেহারা সকল সম্পর্ক।

সূর্যকর তার জ্যোতি বিসর্জন দিয়ে হঠাৎ নংপুংসক এ পরিনত,
উপরন্তুু গগনের অপরিপক্ষ বৃষ্টিধারায় ধরনীর নিষ্ঠুর গর্ভপাতন-এ যে বরফ বৃষ্টি।

ফুলের কলিগুলো চুপটি  মেরে চুপিসারে অপেক্ষা- ফাল্গুনের অপেক্ষা।
সপ্নগুলো অাজ কাঁচের দেয়ালে বন্দী- মুক্তির অপেক্ষা।

'বরফ বৃষ্টি' মিনতি তোমায় এবার ফাল্গুনকে অাসতে দাও।
'বরফ বৃষ্টি ' অামি তোমাকে ভালবাসি, কথা দিচ্ছি অাবার যখন অাসবে তখনও ভালবাসবো।

এখন অামি ফাল্গুনের, তোমার ছিলাম, তোমার থাকবো!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...