শনিবার, ৫ আগস্ট, ২০১৭

কামিনী প্রেমী

রুদ্রঝড়ে তোড় মেঘকাপুনি
অক্ষমা কোণে শঙ্কুর চাহনি।
বীণাতটে ঘোড় মনঅালাপী
চিকনা কটি  যৌবনা ধরণী।

সুহাস্য বদনে প্রণয় কেলি
অাবেগী বক্ষে অমৃত নদী।
লোহিত ওষ্ঠে কামিনী প্রেমী
অঙ্গ-রূহে কৃষ্ণাভ জ্যোতি।

কায়াসুরে বচন টকমিষ্টি
অন্তঃ ভাবনায় সত্যবতী।
নধর চলনে রতির ব্যাপ্তি
অব্যক্ত কুহুতে স্বপ্ন বাড়ি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...