শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

প্রভাতে দিপ্তস্নান

হরোদ্যাম খুজে ফিরি প্রিয়াঙ্কার দেশ
সমর বিজিত সৈনিক বিলম্ব নাই লেশ।
অসীম রথের অভিযাত্রী শৌষ্ঠব পেতে
সন্ধান জারি রয় লোক হতে অলোকে।

গগনপৃষ্ঠে সপ্তবর্ণার অমোঘ লুকোচুরি
ঊষালগ্ন ঈষাণ কোণে নব্যতার সারথী।
নিহারিকা ছায়াপথে বিলিয়ে সুখাবেশ
অাগুন দিপ্ত সূর্যরথে প্রোজ্জ্বলিত ইস্ক।


কালান্তর পথ পাড়ি বিশ্বপতির অনুগ্রহে
প্রেমেন্দ্র দিব্যদৃষ্টি খুজে পাই ঐ লোচনে।
পথ চেয়ে প্রিয়সী অপেক্ষায় রয়েছে ঠাঁয়
একজনমি সব অর্ঘ্য রাখি তোমার পায়।

অাবেগী ক্রন্দনে পতিত ধরণীবুকে বৃষ্টি 
নিঃসৃত ঐ নহরী সুধায় জলরাাশি সৃষ্টি।
সৌরে-সৌরে কেলিকুঞ্জ শ্রাব্যে ওষ্ঠহাসি
ছারখারে গ্রহপুঞ্জ যদি সিংহী ক্রুদ্ধদৃষ্টি।

হৃদমণিতে বেধে রাখি শাঁখারী অাভার
মহাশূন্যে রচি তোমার নত্তল সংসার।
শশী-রবীর অাভা ছড়ায় মধূচন্দ্রীমায় 
দিবালোকে তোমার স্তুতকোরাস বয়।

সব ত্বরণ ছিন্ন করি অাদিম অাকর্ষণে
নব গ্রহের অাবির্ভাব মম প্রণয় বিজে।
প্রভাতে দিপ্তস্নান অাপনাকে রাঙ্গাতে
ভালবাসা প্রণয়সখা রাখি তব ভুবনে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...