বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

কালোয়ার

প্রচলে অামি নীলাভ মাঝি
কলুর বলদ শোষণকারী।
নত্তল কালে অসীম খায়শে
বিনিবেশ নিষ্পাপ হরন করি।

বাজিগর অামি প্রহসন করি
অর্বাচীন অামি অচেনা থাকি।
কালোয়ার অামি অাত্মা ভাঙ্গি
নিদারুণ অামি অনিষ্ট ছাড়ি।

সহস্র রুহুর বিনিদ্র রজনী
বেদন প্রভাতী রক্ত শাঁখে।
ক্রন্দন ধ্বণিতে জাগে পশু
চুক চুক করে চেটেছি মধূ।

অলীক অামি মেকি গদি।
কুলটা অামি খিস্তি জপি।
দূর্জন অামি ঠগের সাথী।
নিছক অামি বিলাস সঙ্গি।

শতক শৃঙ্খল পালিত পঙ্খি
একটি একটি শিকার করি।
শুকুন দৃষ্টিকোণ মেলে ধরি
খুবলে খুবলে উদর পূর্তি।

দানবিক অামি পিশে মারি
পিশাচ যোনিতে বাস করি।
রাক্ষস বংশ বিস্তার রাখি
কাঁচা মাংস ভক্ষণ করি।


কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...