সোমবার, ১০ জুলাই, ২০১৭

অকাল প্রভাত

দুই হৃদয়ের ঐ অথৈই মাঝে
কোন সুর বলো বেজে চলে
বিদায়কালে অকাল প্রভাত
সকল মম অাশা যায় ভেশে।

চন্দ্র তিলকের রূপালী অাভায়
হৃদয়ে বিরহী নাচন উঠে দুলে।
কাজল রেখায় বিদায়ী ঝিলিক
অাহা কাঞ্চনী কবরী যায় খুলে।

অানচানী সংসারে বসত করে
প্রিয় মুখখানি ঐ হারাই সুদূরে।
তোমায় রানী করে ওহে  রাজ্ঞী
নিঃস্ব মম সকল কালের নিড়ে।


অসুখী ঠোট কাঁপুনি কণ্ঠরোধে
পিটপিটানি অাখির জলে বাঁকে
কি ব্যাথায় মন হায় ডুকরে ওঠে
সখা অাবার ফিরো বাহুডোরে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...