সোমবার, ১৭ জুলাই, ২০১৭

জনমের শপথ

অাদিষ্ট সুখের প্রহর জপি
প্রিয়তা সুখের পরশ মাখি
জনমে জয়ী প্রণয় অাজি
দুই প্রাণে সুরের লয় শুনি

না বলা কথায় গল্গ লিখি
অাবেগ ঢেউয়ে ছন্দ তুলি
স্বপ্ন সুখের অাকাশ দেখি
বেলী মালায় মনের বেড়ি।

কলির ঘ্রাণে মিশে থাকি
কাঁশবনে সফেদ ঘর বুনি
উত্তাল উর্মির বাঁকে চলি
নীলকান্তমণি হাতে রাখি

ভালোবেসে সখা ঠায় অাছি
নীলপদ্ম তব খোপায় গাথি
ময়ূরী পালকে অাবেগ বিলি
প্রিয়মুখ হৃদয়ে এঁকে রাখি।

প্রেমের মুকুট মাথায় পড়ি
সোনার পালঙ্কে বাসর বাধি
জনম জনমের শপথ করি
হাতে হাত রেখে নশ্বর ছাড়ি।



কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...