রবিবার, ২ জুলাই, ২০১৭

কলনোকর

অাজ বিকীর্ণ প্রভাত চুপিচুপি বলে যায়
পুনর সেই পথে যেই পথে স্বজন হারায়।
অর্কের ইন্দনে অনুভূতি সকল ছাই হয়।
ক্রূরতা কিরণে নারী ডোর ঝলসে যায়।
অাবার অামি হলেম যে সেই কলনোকর!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...