শুক্রবার, ৩০ জুন, ২০১৭

প্রশ্নবোধক

তুমি কি অামায় নিয়ে যাবে?
অরণ্যের নিশ্চুপ নিবিড় ছায়াতলে।
তুমি কি অামায় কথা দিবে?
হিমাদ্রী পার হয়ে নায়াগ্রায় ভাসতে।

তুমি কি অামায় প্রদীপ দিবে?
অাধার দূরে ঠেলে অালো জ্বালাতে।
তুমি কি অামায় জোছনা দিবে?
নরম চাদরে শীতল পরশ বিছাতে।

তুমি কি অামায় ভালবাসবে?
সাত পাহাড়ের সব সবুজের মতো।
তুমি কি অামায় প্রণয় দিবে?
সাত অাকাশের সব নীলের মতো।

তুমি কি অামায় অাসঙ্গ দিবে?
তপ্তকাঞ্চনে মিহি পরশ বুলাতে।
তুমি কি অামার লালসা হবে?
শুক্রাণু ডিম্বানু নিষিক্ত হতে।




কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...