মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

অন্যন্যা

গোলাপী ওষ্ঠের মায়াবী হাসিতে
প্রিয়া  লজ্জাবতী লাজুকলতা।
চিবুক ছড়ানো সুখের মিষ্টি দূতিতে
প্রিয়া ভরা পূর্ণিমায় মধূচন্দ্রিমা।

দিঘল ছড়ানো ঐ বাহারী কেশে
প্রিয়া  কালো মেঘের বসতভিটা।
হরিণ লোচনের ঐ তীব্র চাহনীতে
প্রিয়া  কোটি প্রেমির ঘুম কাড়া।

যৌবনের তানপুরায় নিতম্বিনী উর্মি
প্রিয়া  জলকেলির বাহারি দূতি।
সুডৌল বক্ষে ঐ পর্বতের হাতছানি
প্রিয়া তপ্তকাঞ্চনে রঙ্গিন বাড়ি।

কামনার এিভুজে প্রবাহ স্রোতস্বিনী
প্রিয়া বাসর শয্যায় কামরানী।
নত্তল যৌবন উদরে উর্বর বীজ বুনি
প্রিয়া নবীন প্রাণের গর্বধারিনী।

পেলব অঙ্গে লতানো লাউের ডগা
প্রিয়ার চলনে নাগিনীর ছটা।
মিহি কাপড়ের ফাঁকে যৌবনের তাড়া
প্রিয়ার শাঁখ শাড়িতে তুমি অন্যন্যা।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...