মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

বিরহের সাক্ষী

ঝুমঝুম বৃষ্টিজলে বিরহ পতন
ঝরঝর ধ্বণিতে অানমোনা মন।
চেয়েছিলেম তোমার হৃদয় ছুতে
মেঘের বৃষ্টি কণা তাই যাই ছুয়ে।

ভালবাসি বলেছিলেম কানে কানে
চিবুক ভিজিয়ে তোমার অাখিজলে।
দুহাতে রেখো এক অাজলা বৃষ্টি ধরে
সাক্ষী রবে তোমার অামার বিরহে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...