মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

কতদূর ভালবাসা

ঝুমুর ঝুমুর ছন্দে চলি
অাজি নাচে ময়ূর হিয়া।
স্বপন তরে রোদের বদন
ইস, কি চমকের খেলা!

ঝরঝরা ঐ মাদল সুরে
শ্যামের বাশি বাতায়নে
সখি কি শুনে যাই, কানে কানে
অাহা কি বলে যাই, মনে মনে।

সুধাই প্রিয় অাপন খেয়ালে
ভালবাসা রয় মোর অাখরে
শিয়র পাতি তোমার বুকে
জনম জনম বেধেছি মনে।

অারো ভালবাসো হে রানী
দাও গো সব দয়া তোমারি।
ভালবেসে পোড়া দেহ জ্বালি
তুমি হৃদয়ের অালোক বাতি।

সুধাই অামার মনের রানী
অার কতদূর সুখের পাখি?
বলো কতদূর স্বপন বাড়ি!
অার কতদূর পথের পাড়ি!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...