সোমবার, ৫ জুন, ২০১৭

কলঙ্গ বৃষ্টি

অাকাশ বাড়ির সপ্ততলে
মেঘ গুরগুরে বন্দীধারা।
মুক্তি গানে দুঃখ সাড়া

বাঁধ ভাঙ্গা ঐ মুষলধারা।

বক্ষপটে শিখা বহ্নিমান
বাক্য হারায় তিলে তিলে।
কষ্টজীবীর হিয়া নিখোজ 
পোড়া বুকে ঢেকুর তোলে।

বজ্র ঝিলিকে চিড় মণ্ডল
হাপরে অঙ্গার অবনী রানী
কৃষ্ণপক্ষের রোল পড়েছে
তাঁরায় তাঁরায় জনম অাড়ি।

শিখার খোজে ঝিঁ ঝিঁ পোকা
অনল ঝাপটানো অাত্মাহুতি
অপেক্ষার তরে বিষের বাশি
সুখ মরীচিকায় অমিল বাড়ি।

ব্যাপন সকল নীল বেদন
কৃষ্ণনীলে অাকাশ পবন।
প্রমোদ কপাট রুদ্ধদ্বারে
অনির্বাণ চিতা অবগাহন।

একালা বেদন গরল মরণ
সুখের নিখোজ বৃন্দাবন
গঙ্গাজলে ভাসিয়ে দুকুল
বধির ছলে মৌন জাপন

সপ্ন শালিকের নবজন্ম
দুলে ওঠে সুখ শতদল।
বৃষ্টি'নায়ে ভাসাই কলঙ্ক
বিন্দু বিন্দু অাখিজল।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...