বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

পেয়েছি তোমায়

সপ্নের মহাপ্রাচীর ভেঙ্গে
বর্তমানে এসেছ তুমি।
অামি পেয়েছি তোমায়।

হিমাঙ্কের শীতল ভেঙ্গে
উষ্ণতায় রেখেছ তুমি।
অামি পেয়েছি তোমায়।

মহাকর্ষের ত্বরণ ভেঙ্গে
অন্তঃশূন্যে বেধেছ তুমি।
অামি পেয়েছি তোমায়।

শতদলের অয়ন ভেঙ্গে
হৃদমাজারে ঠাই দিয়েছ।
অামি পেয়েছি তোমায়।

নিরেট অশ্মরী খন্ডনে
নির্ঝরে সিক্ত করেছ।
অামি পেয়েছি তোমায়।

বিয়োগ তকলিফ ছেদে
ইন্দ্রধনু রংয়ে রাঙ্গিয়েছ।
অামি পেয়েছি তোমায়।

সৌভাগ্যের অবতার হয়ে
অমরায় বসত গড়েছ।
অামি পেয়েছি তোমায়।

মৃতে জীবন সঞ্জীবনী হয়ে
অমীয় সুধায় অমর করেছ।
অামি পেয়েছি তোমায়।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...