রবিবার, ২৫ জুন, ২০১৭

স্নেহের দাদী

সবুজ রংচং প্রকৃতির অলিন্দ
অাম কাঠালের ঘ্রাণে অাকণ্ঠ।
ঝুমঝুম বৃষ্টি বলে যায় কানে
অায় ফিরে অায় নারীর ডোরে।

দমকা হাওয়ায় বৃষ্টিজল লুটোপুটি
অাষাড়ে ধারার গুমোট ঝলকানি।
দেখ তোর কিচ্ছা কথক কি সুধায়
কি হেতু স্নেহ ক্ষুধায় ডানা ঝাপটায়।

দাদীর মুখের সুমধূর ডাক
ভুলে গেছি কোন খেয়ালে।
অাদুরে কণ্ঠে বিরহ ক্রন্ধন
গেথে রয় তার মনে মনে।

মিঞা ভাই, বড় ভাই, রাঙ্গা ভাই
বিধেছে দাদী অারো কতো ডাকে
শিশুতোষ মনে এঁকে যায় তার
নীল অন্তিম গোধূলীর পানে।

করেছে মহান উত্তর পরুষকে
দুহাতে জাপটে অাগলে রেখে।
জীবন সাহ্নয়ে বিষের বাশি
একলা শুয়ে কণ্টক শিয়ের।

কেউ দেয় না একমুঠো ভালবাসা
কেউ না শোনে অার তার কথা।
কেউ রয় না পাশে গল্প শোনার
কিচ্ছা গুলো  অাজ ভিষন একলা।

অার কতদিন ডাকবে তুমি
মান অভিমানের তোমার সুরে?
অার কতোদিন থাকবে তুমি
সকল পাষাণ হৃদয় মাঝে?

কতোকাল দেখবো তোমায়
কঠিন অসুখ সংসার মাঝে?
কতো সুখে থাকবে তুমি
ব্যাথ্যাহীন ওপার জনমে।

ফরিয়াদ তোমায় খোদা
ক্ষমা করো দাদীর গুনাহ।
মাফ করো সকল অনাচার
হোক বেহেস্তের ঠিকানা।

ভালবাসি বু তোমায়
ক্ষমা করো নাতি রে।
ভালবাসা রইল তোমার
রাখবো বুকের মাঝে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...