শুক্রবার, ২৩ জুন, ২০১৭

বিষাধ সিন্ধু

বদন পানে ঠায় নীলিম নয়ন
খুজে ফেরা ঐ পথের পবন।
অলস মনে অাধার জাপন
অাকাশ কুসুম রোদের মরণ।

অমাবশ্যায় রচে চন্দ্র স্নান
এবরো থেবরো ক্লেশ মন।
দ্বিধায় সময় গরল পুষণ
জীবন নাশে সুখের অাগুন।

ঠুনকো দেহে ব্যাথার প্রবহণ
অানমোনা রয় সকল স্বপন।
অাত্মা কলের নিষ্পাপ হরন
নিষেক রতির সলিল জারণ।

বিদূর রজনীর একলা চলন
প্রণয় তরীর নিরব অনশন।
ছায়াগুলি সব দুর পলায়ন
তাঁরা অালোর ক্ষীণ বিচ্ছুরণ।

নিকর মেঘের কালির ব্যাপন
অাশায় বসতির অকাল পতন।
জোনাক জ্বলা হৃদয় জ্বলন
সপ্ত সিন্ধুর বিষাদ ধারন।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...