শুক্রবার, ১৬ জুন, ২০১৭

স্বপনের দুয়ারে

বারিধারায় ভিজেছি হিয়া
সখি তোমারে খুজে পাইতে।
অাহা কি সং এ সেজেছি গো
তোমারি স্বপনের দুয়ারে।

দীপ্তস্নান মেখেছি সর্বাঙ্গে
সখি তোমারি প্রেমে মজিতে
অাহা কি রং এ রাঙ্গিয়েছ
তোমার হৃদয়ের অন্দরে।

বাতায়নে ভেসেছি খেয়ালে
সখি তোমারি বাসনা মিলাতে
অাহা কি ঢং এ বাধিয়েছ
তোমার নাকের নোলকে।


মজেছি ভুবনে স্বপন তরি
ভাসাই কুলের নাইকো দাড়ি।



কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...