বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

ম্যাগনাম ওপাস

৭ই মার্চ, ৩টা ২০ মিনিট ফাগুনের পড়ন্ত দুপুর-
মহাকালবাপী হোঁচট খাওয়া বিরামহীন
পদ্মা মেঘনা যমুনার শোষিত বাঙ্গালি,
রমনার লাল কৃষ্ণচূড়া ফুলের বিছানো পথ মাড়িয়ে
সবাই রেসকোর্সে, সবার মহানায়কের প্রতীক্ষা।

মহানায়ক সেদিন সব মহাকাল ধারণ করে
সাদা পাজামা-পাঞ্জাবি, হাতকাটা কালো কোটে
আর হৃদয়ে বাঙালির স্বাধীনতা সনদে সিল মেরে
দৃপ্তপায়ে উঠে এলেন জনতার মুক্তির মঞ্চে।

স্বপ্নদ্রষ্টা মহাকবি ধীরে ধীরে আবৃতি করলেন-
‘ভাইয়েরা আমার’, গাঢ় হতে গাঢ়ো হলো কবিতা।
কণ্ঠে কখনো ক্রোধ, কখনো বেদনার কান্না,
কখনো কবি সমাহিত শান্ত, অথচ দৃঢ়তা।

কবির কণ্ঠে কখনো আবেগ, কখনো শিহরণ
কখনো ছড়াল রোমাঞ্চ, ঘুম ভাঙ্গানি উদ্দীপন।
বলিষ্ঠ কবির হৃদয় থেকে উৎসারিত দীপ্ত কণ্ঠে
১৯ মিনিটে এক হাজার ১০৮টি শব্দ উচ্চারণ।

মহান কবি বজ্রকণ্ঠে আবৃতি করেন-
'তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো।
মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব-
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা।'

কবি আবৃতি করলেন তাঁরই সৃষ্ট ম্যাগনাম ওপাস
তাঁর নান্দনিকতায় প্রতিটি সুর, তাল, লয় হলো ছন্দ।
মুহূর্তে জন্ম নিলো বাংলা সাহিত্যের অনন্য সৃষ্টি
বাঙালির চোখে জ্বলে ওঠে স্বপ্নের অমর জ্যোতি।

আকাশ কাঁপানো মুক্ত স্টেনগানের ঠাঁ ঠাঁ আওয়াজ
রাজপথে লাল রঙের ছোপ, রক্তাক্ত কৃষ্ণচূড়ার মাস।
সমস্বরে গর্জে ওঠে ফাগুনি আগুন ও লাল কৃষ্ণচূড়া
কাব্যের নিখুঁত বুননে হয় বাংলাদেশ রাষ্ট্রের সূচনা।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...