শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

এদেশের বুকে আবার আঠারো নেমে আসে

জুলাই ২৯, ২০১৮ রোববার, দুপুর ১২ঃ৩০।
রাক্ষুসে পঙ্গ পালের রক্তাক্ত  গড্ডলিকায় 
রমিজ উদ্দিনের শিক্ষার্থীর না ফেরার অপেক্ষা!

সাথে সাথে কোটি সন্তান সমস্বরে  বলে-
'মা তুমি আমার জন্য আর অপেক্ষা করো না,
আমি আর ঘরে ফিরবো না’!

পরিবহন খাতের বেপরোয়া দৌরাত্ম্যে 
রাষ্ট্রীয় তথকের যখন নির্লজ্জ অপভ্রষ্ট!
তখন মিম ও  রাজিব পিষানো দেহ আকুতি করে-
‘মা, ওরা বাস আর দেওয়ালটার মাঝখানে 
আমার জন্য জায়গা রাখল না’।

দূর্নীতির ঝান্ডা আর ক্ষমতার বড়াইয়ে 

যেখানে অপশাসনই হয় আইন!
সেই শৃঙ্খল ভেঙ্গে আজ রব ওঠে- 
"যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, 
যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’!

বুর্জোয়াঁ আর পাচাটাদের দাপটে

যেখানে মেকী সোনায় সয়লাব!
সেই মাটিতে আজ কোটি সোনারা গর্জে ওঠে-
‘মুজিব কোটে মুজিবকেই মানায়, চামচাকে না’!

রাজনৈতিক বাগড়ায় সুবিচার সোনার হরিণ
যেখানে নৈমিত্ত হয় অধিকার লঙ্ঘন!

সেই বৃত্তের বাইরে আজ নিষ্পাপ মুখে বুলি- 
 ‘4G স্পিড নেটওয়ার্ক নয়, 
4G স্পিড বিচার ব্যবস্থা চাই’!

হীরক রাজার যন্তর-মন্তর কলের মন্ত্রে 

যে দেশে চলতে হয় বন্ধ চোখে, মেকি হেসে
সেই রাজ্যে আজ নবচেতনায় রব হঠে-
‘আমরা ৯ টাকায় ১ জিবি চাই নানিরাপদ সড়ক চাই’!

ডিজিটাল গোয়েবলসীয়ে ব্যর্থতা ঢাকার অপচেষ্টা

যেমন, বাংলাদেশে মাত্র ৪.২ শতাংশ বেকারত্ব!
র তাতেই নবপ্রজন্ম প্রতিবাদী কণ্ঠস্বর-
‘বি দ্য চেঞ্জমেকার টুডে অর বি দ্য ভিকটিম টুমরো’!

স্বাধীনতার সাতচল্লিশে ট্রাফিকের টুপাইস 

মাদক ও অপরাধের হয় অবাধ বিচরন।
তাই কোমলমতি প্রাণে বাজে অনাদরি বাণী- 
‘ছাত্রদের আপাতত রাস্তা সামলাতে দিন,
মন্ত্রী-পুলিশদের স্কুলে পাঠান শিক্ষিত করতে’!

পুলিশ উৎকোচ ও মেরুকেন্দ্রিক শাসনে 

র সনদবিহীন চাকলে আমলার শোডাউন!
তাই স্কুল পড়ুয়া সন্তানের মুখে একি কথা শুনি !
‘পুলিশ আংকেল, চা-সিগারেটের জন্য টিফিনের টাকা দিয়ে দিচ্ছি। তবু এসব গাড়ি চালাতে দিয়েন না’!

রাজিবের বিচ্ছিন্ন হাত, চলন্ত বাসে ধর্ষণ 
ওদের হাতের ময়লা
আহত ছাত্রকে নদীতে ফেলতে ওদের বুক কাঁপে না!
তাই বাংলা হৃদয়ের   জ ন্যায্য দাবী-
গে ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ সড়ক চাই’!


জনগনের রাজস্বে ওরা কোটি টাকার গাড়ী দাপায় 

লাল ফিতার জগতে তাদের খাইখাই স্বভাব!
এবার বালিতে মুখ লুকানো উঠপাখি মানুষ হয়-
'জনপ্রতিনিধিদের সপ্তাহে অন্তত তিনদিন গণপরিবহনে যাতায়াত করতে হবে’!

দেখো, এদেশের বুকে আবার আঠারো নেমে আসে

এদেশ তাদের, এরাই ভবিষ্যৎ বাংলাদেশ!
ঠারোর হৃদয়ে আজ প্রাণের দাবী-
‘সড়কে হত্যার একমাত্র শাস্তি, ফাঁসি চাই’।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...