শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

কালপুরুষ

অাজকের চন্দ্রগ্রহণে অামার শনিগ্রহ
তার নিরব চূর্ণ আলোক কণায়-
মেঘের মহাপ্লাবণ; অঝোর ধারায় ঝরে
বৃষ্টি হয়ে মিশে যায় তোমার অাঙ্গিনায়।

অামি এক পতিত কালপুরুষ
মিশে যাই মহাকাশের মহাকালে।
ফিরে অাসবো বলে-
বৃষ্টিহীন কোন এক চন্দ্রগ্রহণে!

অামি কালপুরুষ-
স্বপ্নের সেই সিঁড়ি ভেঙ্গে
অাবার হবো আলোড়িত
মহাকালের অবাধ স্রোতে।

তোমার দ্রোহের অনলে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...