সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

অস্তগামীর রং

গোধূলীর বেলাভূমিতে এসেছি 
তাঁর বুকের হ্রদে ডুবসাতার দিতে
অাধারের একমুটো কালো ছটায়অ
অস্তগামীর রং-এ সে এই বুকে।

সে এসেছিল নিরবতা ভেঙ্গে 
মহাকাল পরে মনোরঙ্গিনী হয়ে
স্তব্ধ হৃদে অবসানের প্রতিক্ষা
এক অপূর্ব কামনার সোভায়।

রক্তমেঘ, সান্ধ্যের অালপনায় 
বালুচরে এঁকেছি তাঁর প্রিয়মুখ,
হৃদয় ছুয়েছি হৃদয় দিয়েছি
কোন গোধূলী সন্ধ্যার তীরে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...